জানাযার নামাযের পর মৃত ব্যক্তির লাশ দেখানো

ইসলামী জিন্দেগীমৃত্যু ও আনুষঙ্গিক২২ ফেব, ২১

প্রশ্ন

আমাদের এলাকায় এক মৃত ব্যক্তির জানাযার নামাযের পর উক্ত মৃত ব্যক্তির চেহারার কাফনের কাপড়ে খুলে উপস্থিত সকল লোক মৃত ব্যক্তির চেহারা দেখার সময় এক মসজিদের ইমাম সাহেব বলেলন যে, “এই ভাবে জানাযার নামাযের পর মৃত ব্যক্তির লাশ দেখা জায়িয নাই। কারণ জানাযার পর দাফনের আগে কোন প্রকার দেরী করা যায় না এবং জানাযার নামাযের পর কোন পাপিষ্ঠের চেহারা বিকৃত হয়ে যাবার আশংকা আছে। যদি এমন হয় তাহলে উক্ত লোক সম্পর্কে মানুষের মাঝে খারাপ ধারণা সৃষ্টি হতে পারে। তাই জানাযার নামাযের পর চেহারা খুলে দেখা ঠিক নয়”। উক্ত ইমাম সাহেবের কথা কতটুকু ঠিক?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

জানাযার নামাযের পর মানুষের মৃত ব্যক্তির চেহারা দেখানো মাকরূহ। কারণ এর দ্বারা দাফন করতে দেরী হয়, অথচ মৃত ব্যক্তিকে তাড়াতাড়ি দাফন করার জন্য হাদীসে নির্দেশ এসেছে।

শরী‘আতের নির্দেশ হল, মৃত ব্যক্তির আত্মীয় স্বজন থেকে কয়েকজন জ্ঞানী ও বিশ্বস্ত মানুষ মিলে গোসল এবং কাফন পরাবে, যাতে মৃত ব্যক্তির চেহারা বিকৃত হলে বা অন্য কোন দোষ ত্রুটি প্রকাশ পেলে তা গোপন থাকে এবং জনসম্মুখে প্রকাশ না পায়। জানাযার নামাযের পর চেহারা দেখানো হলে এ নির্দেশও অমান্য করা হয়। মোটকথা এক্ষেত্রে উক্ত ইমাম সাহেবের কথা সঠিক আছে। সকলেরই তা মেনে নেয়া উচিত।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আদ্দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ২৩২
  • ফাতাওয়া রহীমিয়া, খন্ড: , পৃষ্ঠা: ১,১০৪
  • খুলাসাতুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ২২৫
  • ফাতাওয়া রহীমিয়া, খন্ড: , পৃষ্ঠা: ১১০
  • আহসানুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ২১৯

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১