ওয়াক্তিয়া নামাযের পূর্বে জানাযার নামায পড়া

ইসলামী জিন্দেগীনামায২২ ফেব, ২১

প্রশ্ন

ওয়াক্তিয়া নামাযের সময় হওয়ার পর জানাযার নামায ওয়াক্তিয়া নামাযের পূর্বে পড়া ঠিক হবে কি-না? আর জানাযার নামাযের পর সকল মুসল্লীগণকে নিয়ে ইমাম সাহেব দু‘আ করতে পারেন কি-না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

ফরয নামাযের আগেও জানাযার নামায পড়া জায়িয আছে। তাবে উত্তম হল যদি ওয়াক্তিয়া নামাযের সময় হয়ে যায় এবং জানাযাও উপস্থিত হয়, তখন প্রথমে ওয়াক্তিয়া ফরয-সুন্নাত পড়ার পর জানাযার নামায আদায় করবে। তবে ওয়াক্তিয়া নামাযের খুব বেশী পূর্বে জানাযা আসলে, সেক্ষেত্রে বিলম্ব করা অনুচিত।

উল্লেখ থাকে যে, জানাযার নামাযই প্রকৃত দু‘আ। সুতরাং, জানাযার নামাযের পর একত্রে হয়ে দু’হাত উঠিয়ে দু‘আ করার আবশ্যকতা নেই এবং শরী‘আতেও এরুপ কোন নিয়ম নেই। তাই এ অবস্থায় হাত তুলে সম্মিলিত দু‘আ করা বিদ‘আত হবে।

তবে প্রত্যেকে একা হাত উঠানো ব্যতীত দু‘আ করতে পারে। বরং তা সাওয়াবের কাজ।

- والله اعلم باالصواب -

সূত্র

  • হাশিয়া মিশকাত, খন্ড: , পৃষ্ঠা: ১৪৭
  • ইমদাদুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ৭৩৬
  • খাইরুল ফাতাওয়া, পৃষ্ঠা: ৫৮৮
  • ইমদাদুল মুফতীন, পৃষ্ঠা: ৪৪৪

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১