কুরবানীর গোশত বিক্রি করা জায়িয আছে কি?
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
কুরবানী দাতার জন্য কুরবানীর গোশত বিক্রি করা হারাম। এতদসত্ত্বেও যদি কেউ বিক্রি করে দেয়, তাহলে সেই মূ্ল্য গরীব-মিসকীনদের মধ্যে বন্টন করে দিতে হবে। ঐ মালিক কোনো মতেই সেই মুল্য ভক্ষণ করতে পারবে না। তবে অন্য কোনো ব্যক্তি উক্ত কুরবানীর গোশতের মালিক হওয়ার পর সে যদি তা বিক্রি করে দেয়, তাহলে তা নাজায়িয হবে না এবং ক্রয়কারীর জন্যও তা কিনতে অসুবিধা নেই।
- والله اعلم باالصواب -