অনেক মসজিদে কাতারের মাঝে খুঁটি থাকে, যার কারণে কাতারের মাঝে ফাঁকা থাকে এতে নামাযের কোন ক্ষতি হবে কি?
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
মসজিদে মাঝে মাঝে পিলার বা খুঁটি থাকার কারণে মুসল্লীদের কাতারের মাঝে অল্প ফাঁকা থাকলে নামাযের কোন ক্ষতি হবে না।
- والله اعلم باالصواب -