কাতারের মাঝে ফাঁকা রেখে দাঁড়ানো

ইসলামী জিন্দেগীনামায২৩ ফেব, ২১

প্রশ্ন

অনেক মসজিদে কাতারের মাঝে খুঁটি থাকে, যার কারণে কাতারের মাঝে ফাঁকা থাকে এতে নামাযের কোন ক্ষতি হবে কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

মসজিদে মাঝে মাঝে পিলার বা খুঁটি থাকার কারণে মুসল্লীদের কাতারের মাঝে অল্প ফাঁকা থাকলে নামাযের কোন ক্ষতি হবে না।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া দারুল উলূম, খন্ড: , পৃষ্ঠা: ৩৪৪
  • আল-মাবসূত, খন্ড: , পৃষ্ঠা: ৩৫

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৩ ফেব, ২১