এক দুই কাতার ছেড়ে ইমামের দাঁড়ানো

মাসিক আল কাউসারনামায১৩ মার্চ, ২১

প্রশ্ন

আমাদের মহল্লার মসজিদটি বেশ বড়। জুমআর নামায ছাড়া অন্য কোনো ওয়াক্তে মুসল্লী দ্বারা মসজিদ পূর্ণ হয় না। বিদ্যুৎ না থাকলে তাতে গরমের কারণে নামায পড়তে কষ্ট হয়। এ অবস্থায় গরমের তীব্রতা থেকে রক্ষার জন্য ইমাম সাহেব মেহরাব না দাঁড়িয়ে এক কাতার বা দুই কাতার ছেড়ে দাঁড়াতে পারবে কি না? কেউ কেউ এটিকে মাকরূহ বলেন। সঠিক মাসআলা জানিয়ে কৃতজ্ঞ করবেন।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

নামাযে ইমামের জন্য মেহরাবে দাঁড়ানো নিয়ম। বিনা ওজরে মেহরাব ছেড়ে দাঁড়ানো অনুচিত। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে অল্প-স্বল্প গরমের কারণে ইমামের জন্য মেহরাব ছেড়ে দাঁড়ানো ঠিক হবে না।

তবে যদি গরম এত বেশি হয় যে, মুসল্লীদের নামাযে একাগ্রতা ব্যাহত হওয়ার আশঙ্কা হয় তাহলে সে ক্ষেত্রে ইমামের জন্য মেহরাব ছেড়ে ঐ বরাবর পেছনে দাঁড়ানো জায়েয হবে। তবে খেয়াল রাখতে হবে যেন ইমামের ডানে-বামে কাতার সমান থাকে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • সুনানে আবু দাউদ, খন্ড: , পৃষ্ঠা: ৯৯
  • শরহুল মুনইয়াহ, পৃষ্ঠা: ৩৬১
  • ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৫৬৮
  • রদ্দুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ৫৬৮
  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৮৯
  • মুসান্নাফ ইবনে আবী শায়বা, খন্ড: , পৃষ্ঠা: ৩০৭
  • মাকালাতে কাওছারী, পৃষ্ঠা: ১৪৫

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৩ মার্চ, ২১