নাবালক ছেলেরা নামাযের কাতারের মাঝে মাঝে দাঁড়াবে

ইসলামী জিন্দেগীনামায২৩ ফেব, ২১

প্রশ্ন

ফরজ নামাযের জামা‘আতের কাতারের মাঝে মাঝে নাবালক ছেলেরা নিজ পিতার নিকট দাঁড়ায়। শরী‘আতের দৃষ্টিতে এরূপ করা ঠিক কি-না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

যেসব নাবালক ছেলেরা নামায পড়ার নিয়ম-কানুন মোটামুটি জানে, তাদেরকে বড়দের কাতারে দাঁড় করানোই শ্রেয়। কারণ, একাধিক বাচ্চা একত্রে মিলে দাঁড়ালে, তারা নিজের নামাযের এবং অনেক ক্ষেত্রে বড়দের নামাযের ক্ষতি করে থাকে। তাই বড়দের সাথে দাঁড় করালে, এ অসুবিধাটা হবে না। কিন্তু যে সমস্ত ছেলেরা নামাযের নিয়ম-কানুন মোটেও বুঝে না, তাদেরকে মসজিদে নেয়াই শরী‘আত মতে উচিত নয়।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আহসানুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ২৮০

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৩ ফেব, ২১