পিছনের কাতারে একাকী দাঁড়ানো।

ইসলামী জিন্দেগীনামায২২ ফেব, ২১

প্রশ্ন

নামাযের জামা‘আত হচ্ছে, এমন সময় একজন লোক এসে পিছনের কাতারে একা দাঁড়ালো। এখন সে একা কাতারে দাঁড়াবে, নাকি সামনের কাতার থেকে কোন একজনকে টেনে আনবে, যদি টেনে আনে, তবে নিয়ত বেঁধে, নাকি নিয়ত বাঁধার আগে টেনে আনবে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

জামা‘আতে নামায হচ্ছে, এমন সময় একজন লোক নামায পড়ার জন্য হাজির হলে সামনের কাতারে কোন খালি জায়গা না থাকলে, কাতারের মাঝখান থেকে একজনকে টেনে নিয়ে তার সাথে পিছনের কাতারে দাঁড়াবে। টেনে আনার ব্যাপারে নিয়ম হল- যিনি টেনে আনবেন, তিনি নিয়ত বেঁধেও টেনে আনতে পারেন। আবার নিয়ত বাঁধার পূর্বেও টেনে আনতে পারেন। উভয় সুরত জায়িয আছে। তবে এ ব্যাপারে লক্ষণীয় যে, এমন ব্যক্তিকে টেনে আনবেন-যিনি নামাযের এ মাসআলা সম্পর্কে জ্ঞাত। যাতে করে ঝগড়া করে নামায নষ্ট করে না ফেলেন।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ইমদাদুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ৩৯০
  • আলমগীরী, খন্ড: , পৃষ্ঠা: ৮৮

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১