অনেক পীর সাহেবের কবরের উপর লোকেরা ইমরাত তৈরী করে বা ছাদ করে সেখানে খুব সুন্দর করে মাযার বানায়। এসব শরী‘আতের দৃষ্টিতে জায়িয আছে কি-না?
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
কবর পাকা করা বা কবরের উপর বিল্ডিং-স্মৃতিসৌধ তৈরী করার ব্যাপারে হাদীস শরীফে কঠোরভাবে নিষেধাজ্ঞা এসেছে। সুতরাং তা হারাম।
- والله اعلم باالصواب -