ইফতার বাবদ সংগৃহীত টাকা উদ্ধৃত থাকলে তার হুকুম

ইসলামী জিন্দেগীরোজা২০ ফেব, ২১

প্রশ্ন

আমরা বিগত রামাযান মাসে মুসল্লীদের নিকট থেকে রোযাদারদের ইফতারী বাবদ কিছু টাকা সংগ্রহ করি। ইফতারী করানোর পর এই ফাণ্ডের কিছু টাকা বেঁচে গিয়েছে। টাকাগুলো আমরা মসজিদের কোন কাজে ব্যয় করতে পারি কি-না? না পারলে তা কি করলে ভাল হয়?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

অবশিষ্ট টাকাগুলোর ব্যাপারে কোন সাধারণ মজলিসে আলোচনা করে মসজিদ ফাণ্ডে নেয়ার জন্য দাতাদের অনুমতি চাইবেন। দাতারা অনুমতি দিলে মসজিদ কমিটি মসজিদের যে কোন কাজে উক্ত টাকা ব্যয় করতে পারবেন। ভবিষ্যতে খাসাভাবে ইফতারের জন্য পৃথক চাঁদা না তুলে মসজিদ এবং ইফতার উভায়ের জন্য একত্রে টাকা তুলবেন, তাহলে আর অবশিষ্ট টাকা নিয়ে অসুবিধায় পড়তে হবে না।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আযীযুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ৫৮৮
  • আহকামুল মাসজিদ, পৃষ্ঠা: ৮৫

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২০ ফেব, ২১