তিলাওয়াতে সিজদাহ যদি ৩/৪ টা একসাথে দেয়া হয়, তাতে কি কোন ক্ষতি আছে? নাকি যথাসময়ে সিজদাহ দিয়ে আবার তিলাওয়াত শুরু করতে হবে? আর যদি ভুলে না দেয়া হয় তাহলে কি গুনাহ্ হবে?
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
হানাফী মাযহাব অনুযায়ী সিজদায়ে তিলাওয়াত পূর্ণ কুরআনে ১৪টি জায়গায় আছে। এর কোন একটি আয়াত পড়লে বা শুনলে, সাথে সাথে সিজদাহ করে নেয়া উত্তম। তবে সবগুলো বা তিন চার স্থান পড়ে এক সঙ্গে প্রত্যেকটার জন্য আলাদা সিজদাহ করলেও সিজদাহ আদায় হয়ে যাবে। সিজদায়ে তিলাওয়াতের আয়াত পড়ার পর তিলাওয়াত বন্ধ করে সিজদাহ দিয়ে পুনরায় পড়া শুরু করতে পারে বা ঐ সময়ের তিলাওয়াত শেষে সিজদাহ করতে পারে। সিজদার কথা ভুলে গেলে, যখন স্মরণ হবে, তখনই আদায় করে নিবে।
- والله اعلم باالصواب -