উমরা আদায়কারীকে হাজী বলে সম্বোধন করা

ইসলামী জিন্দেগীহজ্জ১৯ ফেব, ২১

প্রশ্ন

উমরা আদায়কারী ব্যক্তিকে হাজী বলে সম্বোধন করা যাবে কি-না? তেমনিভাবে তার নামের শুরুতে বা শেষে হাজী ব্যবহার করা বৈধ হবে কি-না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

হজ্জ ও উমরা, এ দু’টি একই পর্যায়ের ইবাদত নয়। বরং দু’টি ভিন্ন ভিন্ন ইবাদত। আর হাজী কেবল তাকেই বলা যেতে পারে, যিনি নিজের পক্ষ থেকে হজ্জ আদায় করেছেন। কারণ, হাজী শব্দের অর্থ হজ্জ আদায়কারী। কাজেই কেউ উমরা করলে তাকে হাজী বলা এবং তার নামের শুরুতে হাজী শব্দ ব্যবহার করা যাবে না। তবে তাকে মু’তামির (উমরা আদায়কারী) বলা যেতে পারে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া শামী, খন্ড: , পৃষ্ঠা: ৪৭২
  • সূরা: বাক্বারাহ, আয়াত: ১৯৬

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৯ ফেব, ২১