শ্বশুর-শাশুড়িকে আব্বা-আম্মা বলা

মাসিক আল কাউসারসভ্যতা ও সংস্কৃতি৫ এপ্রিল, ২১

প্রশ্ন

শ্বশুর-শাশুড়িকে আব্বা-আম্মা বলা যাবে কি? যদি বলা যায় তাহলে ওই হাদীসের ব্যাখ্যা কী হবে, যে হাদীসে অন্যকে পিতা বলে সম্বোধন করতে নিষেধ করা হয়েছে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

হাদীসে যে অন্যকে পিতা বলে সম্বোধন করতে নিষেধ করা হয়েছে এর অর্থ বংশপরিচয় প্রকাশ করার ক্ষেত্রে আসল পরিচয় গোপন রেখে নিজের পিতার নাম উল্লেখ না করে, অন্যের নাম প্রকাশ করা। যেমন-আইডি কার্ড, পাসপোর্ট, জন্মনিবন্ধন অথবা এমন কোনো দলিল বা স্থান যেখানে কোনো ব্যক্তির জন্মদাতা পিতার নাম প্রকাশ করা জরুরি হয়। আর স্বামী বা স্ত্রীর পিতা-মাতাকে সম্মানার্থে আব্বা-আম্মা বলে সম্বোধন করার দ্বারা বংশপরিচয় গোপন হয় না। তাই শ্বশুর-শাশুড়িকে আব্বা-আম্মা বলা হাদীসের নিষেধাজ্ঞার আওতাভুক্ত নয় এবং তা জায়েয।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আহকামুল কুরআন, জাসসাস, খন্ড: , পৃষ্ঠা: ৩৫৪
  • উমদাতুল কারী, খন্ড: ১৬, পৃষ্ঠা: ৭৯
  • ইকমালুল মুলিম, খন্ড: , পৃষ্ঠা: ৩১৯
  • তাফসীরে রূহুল মাআনী, খন্ড: , পৃষ্ঠা: ২১০
  • তাফসীরে কুরতুবী, খন্ড: ১২, পৃষ্ঠা: ৬৭
  • ফাতহুল মুলহিম, খন্ড: , পৃষ্ঠা: ২৩৬
  • মুসান্নাফ আবদুর রাযযাক, খন্ড: , পৃষ্ঠা: ৪৯
  • মুসনাদে আহমদ, খন্ড: , পৃষ্ঠা: ১৭৪
  • ফয়যুল কাদীর, খন্ড: , পৃষ্ঠা: ৪৬
  • কেফায়াতুল মুফতী, খন্ড: , পৃষ্ঠা: ১১৮
  • সহীহ বুখারী, হাদীস নং: ৬,৭৬৬
  • সহীহ মুসলিম, হাদীস নং: ১১২

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৫ এপ্রিল, ২১