হজ্ব করতে গিয়ে একাধিকবার উমরা করা যাবে না

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসহজ্জ১৭ মে, ২১

প্রশ্ন

প্রশ্ন এক ব্যক্তি হজ্বে গিয়ে মদীনা ইউনিভারসিটির প্রফেসর এর লেকচার এ শুনেছেন যে, হজ্ব করতে গিয়ে একবার এর বেশী ওমরা করা যাবে না, কারন নবী করীম সাল্লালাহু আলাইহিস সালাম হজ্ব করতে এসে কখনও একাধিকবার ওমরা করেছেন, এর কোন দলীল নেই। একথা কি সঠিক?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

রাসূল c হজ্ব করতে এসে একবারই উমরা করেছেন একথা সত্য। রাসূল c জীবনে একবারই হজ্ব করেছেন একথাও সত্য। এ কারণেই অনেকে বলেন, হজ্ব করতে এসে বারবার হজ্ব করার চেয়ে বেশি বেশি তওয়াফ করা উত্তম। -গুনিয়াতুন নাসিক-১০৭ কিন্তু বেশি উমরা করা যাবে না, একথাটি ভুল। যত ইচ্ছে উমরা করা যাবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • الدر المختار, খন্ড: , পৃষ্ঠা: ৪৭৩

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৭ মে, ২১