স্বামী-স্ত্রী একে অপরকে ভাই-বোন বলা প্রসঙ্গে

মাসিক আল কাউসারবিবাহ-তালাক২ জানু, ২১

প্রশ্ন

স্বামী-স্ত্রী একে অপরকে দুষ্টুমি করে ভাই বোন বলে সম্বোধন করলে কোনো সমস্যা আছে কি না? যেমন, স্ত্রী যদি তার স্বামীকে এই বলে ডাকে যে, ভাই এদিকে আসেন।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

স্বামী-স্ত্রী একে অপরকে ভাই বোন বলে সম্বোধন করা নিষেধ। এক ব্যক্তি তার স্ত্রীকে বোন বলে সম্বোধন করলে রাসূল c তাকে এভাবে সম্বোধন করতে নিষেধ করেন। -মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ১৯৫৩১ তাই দুষ্টুমির ছলেও এভাবে সম্বোধন করা থেকে বিরত থাকবে।

উল্লেখ্য, এভাবে বলে ফেললে এর কারণে তাদের বৈবাহিক সম্পর্কের কোনো ক্ষতি হবে না।

- والله اعلم باالصواب -

সূত্র

  • সুনানে আবু হাদীস, খন্ড: , পৃষ্ঠা: ২,২১০
  • মাআলিমুস সুনান, খন্ড: , পৃষ্ঠা: ১৩৫
  • ফাতহুল কাদীর, খন্ড: , পৃষ্ঠা: ৯১
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ৯৮
  • আননাহরুল ফায়েক, খন্ড: , পৃষ্ঠা: ৪৫৩
  • রদ্দুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ৪৭০

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২ জানু, ২১