ইমামের জন্য নামাযী-বেনামাযী সকলের ঘরে খাওয়া ও বেতন নেয়া

ইসলামী জিন্দেগীজায়েয-নাজায়েয২৪ ফেব, ২১

প্রশ্ন

মহল্লায় নামাযী, বে-নামাযী, সুদ খাওয়ায় অভ্যস্ত ও মদ খাওয়ায় অভ্যস্ত এমন বহু শ্রেণীর লোক বসবাস করে ‍থাকে। এখন কথা হল, এমন একটি মহল্লায় ইমাম সাহেব সকলের ঘরে খাওয়া-দাওয়া করতে পারবে কি-না। এমনিভাবে এদের থেকে উসূলকৃত টাকা দিয়ে ইমাম সাহেবের বেতন আদায় করা যাবে কি-না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

বে-নামাযী এবং মদ পানে অভ্যস্ত ব্যক্তির অধিকাংশ মাল যদি হালাল উপায়ে উপার্জিত হয়, তাহলে তাদের বাড়ীতে খাওয়া-দাওয়া বা মসজিদ মাদ্রাসায় তাদের দান গ্রহণ করা যাবে। তবে এর থেকে দীনদার লোকদের পরহেয করা ভাল।

আর সুদখোর বা যে সমস্ত লোকদের অর্ধেক বা অধিকাংশ উপার্জন হারাম বলে প্রবল ধারণা হয় এবং হালাল মাল হতে খাওয়ানো বা দানের ব্যাপারে নিশ্চিত না হওয়া যায় তাহলে তাদের বাড়ীতে দাওয়াত খাওয়া বা তাদের দান গ্রহণ করা জায়িয নেই।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আলমগীরী, খন্ড: , পৃষ্ঠা: ৩৪২
  • মাহমূদিয়া, খন্ড: , পৃষ্ঠা: ২৭২

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৪ ফেব, ২১