মুক্তাদীদের নামাযের হিসাব ও ইমামতের নিয়ত

ইসলামী জিন্দেগীনামায২৪ ফেব, ২১

প্রশ্ন

ইমাম সাহেবের জন্য কি মুক্তাদীদের নামাযের হিসাব দিতে হবে? একা নামায শুরু করার পর পিছনে মুক্তাদী এলে ইমাম সাহেব কিভাবে নিয়ত করবে? ইমাম সাহেবের কিরা‘আত অশুদ্ধ হলে মুসল্লীদের জন্য একা একা নামায পড়া জায়িয হবে কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

নামাযে ইমামতী করার কার‌ণে মুক্তাদীগণের নামাযের হিসাব ইমামের দিতে হবে না। তবে যদি ইমামের কোন ত্রুটির কারণে মুক্তাদীর নামায নষ্ট হয়ে যায়, তাহলে ইমাম সাহেবকেই জবাব দিতে হবে।

মুক্তাদী পুরুষ হলে ইমামতী সহীহ্ শুদ্ধ হওয়ার জন্য ইমামতের নিয়ত করা জরুরী নয়। তবে ইমামতীর নিয়ত না করলে ইমামতীর যে আলাদা সওয়াব রয়েছে তা হতে ইমাম সাহেব বঞ্চিত হবেন।

উল্লেখ্য যে, একাকী নামায শুরু করার পর যদি অন্যদের ইকতিদার সময় তাদের ইমামতীর নিয়ত করে নেন, তাহলে ইমামতীর সওয়াব পেয়ে যাবেন। কিন্তু এমতাবস্থায় যদি উচ্চ আওয়াজে কিরা‘আত বিশিষ্ট নামায হয় (যে নামাযে কিরা‘আত জোরে পড়তে হয়) তবে নিয়তের পর হতে আওয়াজ করে কিরা‘আত পড়া ইমামের জন্য ‍ওয়াজিব।

ইমাম ও মুসল্লীদের মধ্যে হতে কেউ যদি বিশুদ্ধ কুরআন শরীফ না পড়তে পারে তাহলেও তুলনামূলক যার পড়া ভাল তাকে ইমাম বানিয়ে জামা’আতে নামায পড়তে হবে। সেক্ষেত্রেও একা একা নামায পড়া যাবে না। তবে বিশুদ্ধ কুরআন পড়তে পারে, এমন লোকের জন্য কিছু সময় অপেক্ষা করা ভাল।

- والله اعلم باالصواب -

সূত্র

  • শামী, খন্ড: , পৃষ্ঠা: ৪২৪
  • ইমদাদুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ১৩৩
  • ফাতাওয়া রহীমিয়া, খন্ড: , পৃষ্ঠা: ১৬৬
  • দারুল উলূম, খন্ড: , পৃষ্ঠা: ৭৮

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৪ ফেব, ২১