আত্নহত্যাকারীর ঈসালে সাওয়াব

ইসলামী জিন্দেগীজায়েয-নাজায়েয২২ ফেব, ২১

প্রশ্ন

কেউ যদি বিষ খেয়ে বা ফাঁসি দিয়ে অথবা অন্য কোন উপায়ে আত্মহত্যা করে, তাহলে তার জানাযা পড়তে হবে কিনা? এ জাতীয় লোকদের মাগফিরাতের উদ্দেশ্যে ঈসালে সাওয়াব হবে কিনা?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

কোন মুসলমান যদি ফাঁসি দিয়ে বা বিষ খেয়ে বা অন্য কোনভাবে আত্মহত্যা করে, তাহলে মুসলমান হওয়ার কারণে তার জানাযা পড়তে হবে। তবে আলেম ও সমাজের গন্যমান্য শ্রেণীর লোকদের জন্য তার জানাযায় শরীক না হওয়ার অনুমতি আছে। যাতে করে এ ধরনের অন্যায় কাজে অন্যেরা সাহস করতে না পারে। অনুরূপভাবে মুসলমান হিসাবে তার মাগফিরাত কামনা করা যাবে। এ উদ্দেশ্যে ঈসালে সাওয়াব বা গরীব মিসকীনকে খানা খাওয়ানো যাবে। তবে মনে রাখতে হবে- তিন দিন, সাত দিন বা চল্লিশা ইত্যাদি নামে যে সমস্ত প্রথা আমাদের দেশে চালু রয়েছে, তা সম্পূর্ণ বিদ‘আত এবং শরী‘আতের নিয়ম পরিপন্থী। এ জন্য দিন তারিখ নির্ধারিত করা ব্যতীত যে কোন দিন তার বালেগ ওয়ারিশদের নিজস্ব মাল দ্বারা সামর্থ অনুযায়ী গরীব-মিসকীনকে খাওয়ানো বা কিছু দান করে দেয়া যেতে পারে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া শামী, খন্ড: , পৃষ্ঠা: ২১০
  • ফাতাওয়া আলমগীরী, খন্ড: , পৃষ্ঠা: ১৬৩
  • ফাতাওয়া রহিমীয়া, খন্ড: , পৃষ্ঠা: ৩৬৭

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১