অসুস্থ অবস্থায় রোযা

ইসলামী জিন্দেগীরোজা১৯ ফেব, ২১

প্রশ্ন

আমার স্ত্রীর বয়স ২২ বৎসর। সে বিগত ৫ বৎসর যাবত জটিল গ্যাষ্ট্রিক রোগে ভুগছে। যার কারণে আজ চার বৎসর যাবৎ রামাযান মাসে কষ্ট করে ৪/৫ টি রোযা রাখলে খুব অসুস্থ হয়ে পড়ে। উল্লেখ্য যে, ডাক্তারের পক্ষ থেকে রোযা রাখা সম্পূর্ণ নিষেধ। এখন আমি তার বিগত দিনের রোযা এবং আগামী রামাযানের রোযার ব্যাপারে কী করতে পারি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

আপনার বর্ণনা অনুযায়ী আপনার স্ত্রীর জন্য সুস্থ হওয়া পর্যন্ত রোযা রাখা জরুরী নয়। যখন সুস্থ হবে, তখন উক্ত রোযাগুলো কাযা করে নিতে হবে। আর যদি ইন্তিকালের পূর্বে সুস্থ না হয়, তাহলে ফিদিয়া দিতে হবে না। অবশ্য যদি দু’একটি করে রামাযানে ও পরবর্তীতে রাখতে সক্ষম হয়, তবে সেভাবে কাযা আদায় করে নিতে হবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • হিদায়া, খন্ড: , পৃষ্ঠা: ২২১
  • সূরা: বাকারহ, আয়াত: ১৮৪

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৯ ফেব, ২১