রোজা অবস্থায় অল্প বমি করা

মাসিক আল কাউসাররোজা১৩ মার্চ, ২১

প্রশ্ন

জনৈক রোযাদার ব্যক্তির রোযা অবস্থায় হঠাৎ অনিচ্ছায় অল্প পরিমাণ বমি মুখে চলে আসে। অতঃপর তা আবার ভিতরে চলে যায়। জানার বিষয় হল, উক্ত কারণে কি তার রোযা ভেঙ্গে গেছে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

রোযা অবস্থায় যদি হঠাৎ অনিচ্ছায় অল্প পরিমাণ বমি মুখে চলে এসে তা আবার ভিতরে চলে যায় তাহলে রোজা ভঙ্গ হয় না। সুতরাং ঐ ব্যক্তির রোযা নষ্ট হয়নি।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ২০৪
  • ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৩৬৩
  • ফাতহুল কাদীর, খন্ড: , পৃষ্ঠা: ২৬০
  • ফাতাওয়া খানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ২১১
  • আলমুহীতুল বুরহানী, খন্ড: , পৃষ্ঠা: ৩৪৬
  • বাদায়েউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ২৪৬
  • আদ্দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ৪১৪

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৩ মার্চ, ২১