যে সম্পদের উপর যাকাত ফরয হয়েছে এর পুরোটা চুরি হয়ে গেলে তার যাকাত আদায় করতে হবে কি না?

মাসিক আল কাউসারযাকাত-ফিতরা১২ মার্চ, ২১

প্রশ্ন

গত শুক্রবার রাতে এশার নামাযের কিছুক্ষণ আগে ঘরে তালা দিয়ে পাঁচ তলায় আমার বড় বোনের বাসায় যাই। ঘণ্টা দু-একের মত থাকার পর ফিরে এসে দেখি ঘরের দরজা খোলা ও তালাটি ভাঙা অবস্থায় আঙটার সাথে ঝুলে আছে। অতঃপর ভিতরে প্রবেশ করে দেখি আমার অনেক দামি সামানাসহ দশ ভরি স্বর্ণ চুরি হয়ে গেছে। হুযুরের কাছে আমি যে বিষয়টি জানতে চাচ্ছি তা হল, বছর অতিক্রম হওয়ায় উক্ত স্বর্ণগুলোর উপর যাকাত ওয়াজিব ছিল। তাই চুরি হয়ে যাওয়া সত্তে¡ও আমাকে কি যাকাত আদায় করতে হবে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

চুরি হয়ে যাওয়া উক্ত স্বর্ণের যাকাত আদায় করতে হবে না। কারণ যে সম্পদের উপর যাকাত ফরয হয়েছে এর পুরোটা চুরি হয়ে গেলে তার যাকাত আদায় করতে হয় না।

- والله اعلم باالصواب -

সূত্র

  • কিতাবুল আছল, খন্ড: , পৃষ্ঠা: ১০৫
  • আলমুহীতুল বুরহানী, খন্ড: , পৃষ্ঠা: ২৩৫
  • ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া, খন্ড: , পৃষ্ঠা: ১৯৬
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ২১৮
  • রদ্দুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ৩৬১

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১২ মার্চ, ২১