মোহর আদায় করলে যদি যাকাতের নেসাব থেকে কমে যায় সেক্ষেত্রে করণীয়

মাসিক আল কাউসারযাকাত-ফিতরা৫ এপ্রিল, ২১

প্রশ্ন

হামীম বিয়ের সময় মহর দেয়নি। এখনো মহর বকেয়া রয়েছে। ইতোমধ্যে স্ত্রীর সাথে তার বিবাহ-বিচ্ছেদ ঘটে গেছে। এখন স্ত্রীকে তার প্রাপ্য মোহর আদায় করে দিতে হবে। আর এদিকে তার যাকাত বর্ষ দুই দিন পর শেষ হবে। মোহর আদায় করে দিলে তার সম্পদ যাকাতের নেসাবের চেয়ে কম হয়ে যাবে। প্রশ্ন হল, এমতাবস্থায় তার উপর কি যাকাত ফরয হবে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

বাস্তবেই যদি মোহর আদায় করলে হামীমের নিকট বছর শেষে নেসাব পরিমাণ সম্পদ না থাকে তবে তার উপর যাকাত ফরয নয়। কেননা, বিবাহ-বিচ্ছেদের কারণে হামীমের উপর নগদে মোহর আদায় করা অপরিহার্য হয়ে গেছে। এখন তার কর্তব্য হল অবিলম্বে দেন মোহর আদায় করে দেওয়া।

- والله اعلم باالصواب -

সূত্র

  • বাদায়েউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ৮৪
  • খুলাসাতুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ২৪০
  • ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ২৮৭
  • হাশিয়াতুত তাহতাবী আলালমারাকী, পৃষ্ঠা: ৩৮৯

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৫ এপ্রিল, ২১