যাকাতের কথা উল্লেখ না করে যাকাত দেওয়া

মাসিক আল কাউসারযাকাত-ফিতরা২৭ ফেব, ২১

প্রশ্ন

আমার এক প্রতিবেশী যাকাত গ্রহণের উপযুক্ত। আমি তাকে যাকাত দিতে চাই। কিন্তু যাকাত বলে দিতে লজ্জা হয়। এখন আমি যদি যাকাতের টাকা যাকাতের কথা উল্লেখ না করে যাকাতের নিয়তে তাকে প্রদান করি তবে আমার যাকাত আদায় হবে কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

হ্যাঁ, এভাবেও যাকাত আদায় হয়ে যাবে। যাকাত আদায়ের জন্য গ্রহীতাকে যাকাত দেওয়া হচ্ছে একথা বলা জরুরি নয়। যাকাত গ্রহণের যোগ্য ব্যক্তিকে যাকাতের কথা উল্লেখ না করেও যাকাতের টাকা দেওয়া যায়।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ২১২
  • ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ২৬৬
  • হাশিয়া তহতাবী আলালমারাকী, পৃষ্ঠা: ৩৯০
  • মাজমাউল আনহুর, খন্ড: , পৃষ্ঠা: ২৯০
  • আননাহরুল ফায়েক, খন্ড: , পৃষ্ঠা: ৪১৮

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৭ ফেব, ২১