হুজুর c -এর জানাযার ইমামতি

ইসলামী জিন্দেগীসিরাত ও ইতিহাস২২ ফেব, ২১

প্রশ্ন

হুজুর c -এর জানাযার নামাযের ইমামতি কে করেছিলেন?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

হুজুর c -এর জানাযার নামাযের কেউ ইমামতি করেননি। অন্যদের জানাযার ন্যায় নির্ধারিত তরীকা মত জানাযাও হয়নি, বরং সাহাবা e গণের এক এক দল হযরত আয়িশা সিদ্দীকা e এর ঘরে ঢুকে হুজুর c কে সামনে রেখে তাঁর জানাযার নিকটবর্তী হয়ে পৃথক পৃথক ভাবে জানাযার নামায পড়েছিলেন।

- والله اعلم باالصواب -

সূত্র

  • সীরাতে মুস্তফা, খন্ড: , পৃষ্ঠা: ১৮৭
  • আল বিদায়া ওয়ান নিহারা, খন্ড: , পৃষ্ঠা: ২৩২

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১