হুযূর c ও মৃত ব্যক্তির নামে কুরবানী করা

ইসলামী জিন্দেগীকুরবানী ও আকিকা২৩ ফেব, ২১

প্রশ্ন

ক. আমাদের দেশের মানুষ দারিদ্রতার কারণে ৪০ জন মিলে নবী কারীম c -এর নামে কুরবানী দেয়। এরুপ শতাধিক শরীকও দেয়। তা বৈধ কি-না?

খ. মৃত পিতার জন্য পৃথক চার ভাই মিলে, একটি ছাগল কুরবানী দেয়া জায়িয কি-না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

অন্য ব্যক্তির নামে যদি একাধিক ব্যক্তি মিলে নফল কুবরানী দেয়, যেমনঃ কয়েকজন মিলে নবী কারীম c -এর নামে, অথবা মৃত বা জীবিত পিতা-মাতার নামে নফল কুরবানী দেয়, তাহলে কয়েকজন মিলে একটা বকরী বা গরু, মহিষ বা উটের এক সপ্তাংশে শরীক হয়ে কুরবানী করলে, তা জায়িয আছে। সুতরাং ৪০ বা ততোধিক ব্যক্তির এরুপ কুরবানী করাও জায়িয হবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া রহীমিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৯০
  • ফাতাওয়া শামী, খন্ড: , পৃষ্ঠা: ২৩৬

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৩ ফেব, ২১