আমরা জানি, নামাযের কোন ওয়াজিব ভুলক্রমে ছুটে গেলে সাহু সিজদা করলেই নামায সহীহ হয়ে যায়। তবে ইচ্ছাকৃতভাবে ওয়াজিব ছেড়ে দিলে নামায হয় না। একদল মুসল্লী বিতর নামায দু’রাকা‘আত পড়ার পর বৈঠক না করে সরাসরি তিন রাকা‘আত পড়ে সাহু সিজদাহ না করে নামায শেষ করেন। এমতাবস্থায় তাদের নামায সহীহ হল কি-না?
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
নামাযে প্রথম বৈঠক করা ওয়াজিব। যেহেতু তাঁরা প্রথম বৈঠক করেননি, তাই ওয়াজিব তরক হয়েছে বিধায় নামায হয়নি। কারণ, ইচ্ছাকৃতভাবে ওয়াজিব তরক করলে সাহু সিজদা করলেও নামায হয় না। আর ভুলে ওয়াজিব ছটে গেলে, সাহু সিজদা আদায় করতে হয়। তারা তা করেননি।
- والله اعلم باالصواب -