নামাযের সূরার তারতীব ঠিক রাখা

মাসিক আল কাউসারনামায২৬ ফেব, ২১

প্রশ্ন

মসজিদের ইমাম সাহেব মাসআলার আলোচনায় বললেন, নামাযে কেরাতের তারতীব ঠিক রাখা ওয়াজিব। আমরা জানি যে, ওয়াজিব তরক করলে সাহু সিজদা করতে হয়। এক্ষেত্রে সাহু সিজদা করতে হবে কি না? যদি সাহু সিজদা করতে না হয় তাহলে নামাযে সূরার তারতীব ঠিক রাখা ওয়াজিব হল কীভাবে? বিস্তারিত জানাবেন।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

নামাযে সূরাসমূহের তারতীব ঠিক রাখা উত্তম। নামাযে সূরার তারতীব ঠিক রাখা ওয়াজিব হওয়ার কথা ঠিক নয়। হ্যাঁ, এটা ইলমে তাজবীদের মাসআলা হতে পারে। কিন্তু এটি নামাযের ওয়াজিবের অন্তর্ভুক্ত নয়। তাই ফরয-ওয়াজিব নামাযে ইচ্ছাকৃত সূরার তারতীব ভঙ্গ করা মাকরূহ তানযীহী। কিন্তু অনিচ্ছাকৃত হয়ে গেলে মাকরূহ হবে না। সুতরাং এর কারণে সাহু সিজদাও ওয়াজিব হবে না।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৪৫৩
  • শরহুল মুনইয়াহ, পৃষ্ঠা: ৪৯৪
  • হাশিয়াতুত্তাহতাবী আলালমারাকী, পৃষ্ঠা: ১৯৩
  • রদ্দুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ৫৪৭

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৬ ফেব, ২১