সুদী ব্যাংকে বা ইন্সুরেন্সে চাকুরীরত ব্যক্তির সাথে কুরবানী

ইসলামী জিন্দেগীব্যাংক-বিমা২৩ ফেব, ২১

প্রশ্ন

যে ব্যক্তি সুদী ব্যাংক বা ইন্সুরেন্স কোম্পানীতে চাকুরী করে, এমন ব্যক্তির সাথে অংশীদারিত্বের ভিত্তিতে কেই কুরবানীর তাদের কুরবানী সহীহ হবে কি-না জানতে ইচ্ছুক।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

সুদী ব্যাংক বা ইন্সুরেন্স কোম্পানীতে চাকুরী করা হারাম। এর বিনিময়ে প্রাপ্ত অর্থও হারাম। এ ধরনের চাকুরী যারা করে তাদের জন্য হালাল ব্যবস্থা গ্রহণের নির্দেশ এসেছে এবং সে ব্যবস্থা না হওয়া পর্যন্ত ইস্তিগফারের সাথে এ চাকুরীর অনুমতি দেওয়া হয়েছে। যাতে করে তারা মারাত্মক কোন সমস্যায় না পড়ে। সুতরাং উক্ত চাকুরীর অর্থ দ্বারা যারা কুরবানী করেন তাদের সাথে অন্যদের শরীক হওয়ার অনুমতি নেই।

তবে ব্যাংক বা ইন্সুরেন্সে চাকুরীজীবির যদি উপার্জনের অন্য কোন মাধ্যম থাকে আর হালাল টাকা দিয়ে শরীক হয় তাহলে তার সাথে কুরবানী দেয়া যাবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া শামী, খন্ড: , পৃষ্ঠা: ৩২৬
  • আহসানুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ৫০৩

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৩ ফেব, ২১