জনৈক ব্যক্তি রামাযান মাসে দিনের বেলা সহবাসে লিপ্ত হয়ে বীর্যপাত হওয়ার পূর্বেই পৃথক হয়ে গেছে। এমতাবস্থায় শরীয়তের দৃষ্টিতে তার হুকুম কি?
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
যদি কেউ রামাযান মাসে রোযা অবস্থায় ইচ্ছাকৃতভাবে সহবাসে লিপ্ত হয়, তাহলে তার রোয়া ভেঙ্গে যাবে চাই বীর্যপাত (ইনযাল) হোক বা না-ই হোক এবং তার উপর রোযা এবং কাফফারা উভয়টাই ওয়াজিব হবে। কাযা স্বরুপ তো একটি রোযা রাখাতে হবে আর রোযার কাফফারা হল-একাধারে দুই মাস রোযা রাখাতে হবে, মধ্যখানে একটা ভাঙ্গলে আবার শুরু থেকে দুই মাস রাখতে হবে। শারীরিক অক্ষমতার দরুণ একাধারে দুই মাস রোযা রাখা সম্ভব না হলে, ষাটজন মিসকীনকে একদিন দু’বেলা পেট ভরে খানা খাওয়াতে হবে, অথবা একজন মিসকীনকে ষাট দিন দু’বেলা করে খানা খাওয়াবে।
- والله اعلم باالصواب -