রোযা অবস্থায় বির্যপাত হলে করণীয়

ইসলামী জিন্দেগীরোজা২৩ ফেব, ২১

প্রশ্ন

রমযান মাসে বিবির সাথে চুমু খাওয়া এবং জোরাজোরি করার কারনে রোযা অবস্থায় আমার বির্যপাত হয়। সহবাস করিনি। এখন আমার কি করণীয়? সহবাসের পূর্বে উত্তেজনা ঔষধ গ্রহন করা কি হালাল?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

রমযান মাসে বিবির সাথে চুমু খাওয়া এবং জোরাজোরি করার কারণে বির্যপাত হওয়ায় রোযা ভেঙ্গে গেছে ফলে রমযানের পরে আপনার উক্ত রোযার কাযা রাখতে হবে, কাফফারা দিতে হবে না। (রমযান মাসের সম্মানার্থে ও রোযার স্বার্থে দিনে এসমস্ত কার্যকলাপ থেকে নিজেকে বিরত রাখা জরুরী)

যদি সহবাসের উত্তেজনা বর্ধক ঔষধ এর মধ্যে হারাম কোন পদার্থের মিশ্রন না থাকে তাহলে তা গ্রহন করতে শরয়ীদৃষ্টিকোণ থেকে কোন সমস্যা নেই।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফতয়ায়ে হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৩৬২
  • আত-দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ৪০৪
  • আল-আশবাহ ওয়াননাযায়ির, খন্ড: , পৃষ্ঠা: ৫৫

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৩ ফেব, ২১