রুকূ সিজদায় ‍তিনবারের অধিক তাসবীহ্ পড়া

ইসলামী জিন্দেগীনামায২৪ ফেব, ২১

প্রশ্ন

জামা’আতে নামায পড়ার সময় ইমাম সাহেবের রুকু-সিজদার মধ্যে তিনবারের বেশী তাসবীহ্ পাঠ করা মাকরূহ্ হবে কি? আর যদি মুক্তাদীগণ তিনবারের বেশী যেমন-৫/৭ বার পড়ে, তাহলে নামাযের কোন ক্ষতি হবে কি-না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

ইমামের জন্য তিনবারের বেশী তাসবীহ্ পড়া মাকরূহ্ হবে না। বরং ইমাম সাহেবের জন্য রুকূ-সিজদার তাসবীহ্ ধীরস্থির ভাবে পাঁচবার পড়া মুস্তাহাব। যাতে করে মুক্তাদীগণ কমপক্ষে তিনবার পড়তে পারেন। তবে পাঁচবারের অধিক পড়া মাকরূহ্ হবে। কিন্তু যদি মুক্তাদীগণ রুকূ-সিজদার তাসবীহ্ তিনবারের বেশী পড়েন, তাতে নামাযের কোন ক্ষতি হবে না।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া শামী, খন্ড: , পৃষ্ঠা: ৪৬১
  • আহসানুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ২৯৫

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৪ ফেব, ২১