মুহরিম যে সকল প্রাণী মারতে পারবে

ইসলামী জিন্দেগীহজ্জ১৯ ফেব, ২১

প্রশ্ন

মুহরিম ইহরাম অবস্থায় কোন কষ্টদায়ক প্রাণী মারতে পারবে কি-না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

মুহরিম ব্যক্তি নিম্ম লিখিত প্রাণীসমূহ মারতে পারবে। চাই উক্ত প্রাণী মুহরিম ব্যক্তিকে কষ্ট দেক বা না দেক। সাপ, বিচ্ছু, কাক, চিল, যে কুকুর মানুষ কামড়ায়, ইঁদুর ও গিরগিটি।

- والله اعلم باالصواب -

সূত্র

  • কিফায়াতুল মুফতী, খন্ড: , পৃষ্ঠা: ৩৩১

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৯ ফেব, ২১