জামা‘আতে নামায পড়ার সময় মুক্তাদীর জন্য ‘আঊযুবিল্লাহ’ ও ‘বিসমিল্লাহ’ আর বিতরের নামাজে দু‘আয়ে কুনূত এবং বৈঠকে আত্তাহিয়্যাতু পড়ার আগে ‘বিসমিল্লাহ্’ পড়তে হবে কি-না?
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
জামা‘আতে নামায পড়ার সময় মুক্তাদী তাকবীর বলে হাত বাধার পর শুধু সানা পড়বে। আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ কোনটাই পড়বে না। বিতরের নামাযে দু‘আয়ে কুনূত-এর শুরুতে এবং বৈঠকে আত্তাহিয়্যাতু পড়ার আগে বিসমিল্লাহ পড়বে না। এটাই উত্তম। একাকী নামায পড়ার সময় সানা পড়ার পর আঊযুবিল্লাহ ও বিসমিল্লাহ পূর্ণ পড়বে। তারপর সূরায়ে ফাতিহা শুরু করবে। তবে আত্তাহিয়্যাতুর শুরুতে কেউ বিসমিল্লাহ পড়লে নামাযের কোন ক্ষতি হবে না।
- والله اعلم باالصواب -