তারাবীহ নামাযে মুক্তাদিগনের নিয়্যত করা

ইসলামী জিন্দেগীনামায২৪ ফেব, ২১

প্রশ্ন

তারাবীহ নামায পাঠকালে সানা, আউযুবিল্লাহ ইত্যাদি পড়তে হবে কিনা এবং ইমাম সাহেব খুব দ্রুত নিয়্যত করে কিরা‘আত শুরু করলে, আমাদের অর্থাৎ মুক্তাদীদের আর নিয়্যত পড়তে হবে কি- না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

ইমামের জন্য তারাবীহের নামাযে প্রথম রাকা‘আতে সানা, আঊজুবিল্লাহ ও বিসমিল্লাহ এবং দ্বিতীয় রাকা‘আতে শুধু বিসমিল্লাহ পড়া সুন্নাত। মুক্তাদিগন প্রথম রাকা‘আতে শুধু সানা পড়বে। ২য় রাকা‘আতে এগুলোর কিছুই পড়বে না।

ইমাম সাহেব নিয়্যত বেঁধে দ্রুত কিরা‘আত শুরু করলেও মুকতাদীগনের জন্য নামাযের এবং ইক্বতিদার নিয়্যত করা জরুরী। কেননা, এ নিয়্যত ছাড়া নামাযই হয় না। তবে এখানে শুধু নির্দিষ্ট নামায যেমন-যুহরের ফরয এ ইমামের পিছে পড়ছি মনে মনে শুধু এ নিয়্যত করাটাই যথেষ্টর। আর তারাবীহের বিস্তারিত ভাবে নিয়্যত না করলেও চলবে। কেননা, সুন্নাত ও নফল নামাযে শুধু নামাযের নিয়্যতই যথেষ্ট।

আমাদের দেশে প্রচলিত নামায শিক্ষা বইয়ে প্রত্যেক নামাযের যে আরবী নিয়্যত দেয়া হয়েছে, এ নিয়্যত পড়া জরুরী নয়। পড়া নিষেধও নয়। তবে অনেক ক্ষেত্রে তা নানা সমস্যা সৃষ্টি করে। যেমনঃ জামা‘আতের বেলায় অনেক সময় এটা তাকবীরে ঊলার ফযীলত পেতে বাধাগ্রস্ত করে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আল-বাহরুর রায়িক, খন্ড: , পৃষ্ঠা: ৩০৯
  • আল-বাহরুর রায়িক, খন্ড: , পৃষ্ঠা: ২৭৮

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৪ ফেব, ২১