মিরাসে পাওয়া সম্পদের উপর যাকাত

মাসিক আল কাউসারযাকাত-ফিতরা১৯ ফেব, ২১

প্রশ্ন

গত রজব মাসে আমার স্ত্রীর বাবা মারা গেছেন। রমযানের কয়েক দিন আগে সম্পত্তি ভাগ করা হয়। আমার স্ত্রী কিছু জমি-জমাসহ নগদ দশ লক্ষ টাকা ক্যাশ পায়। এদিকে তার আগে থেকেই বিশ ভরির মত স্বর্ণ রয়েছে। আল্লাহর রহমতে প্রতি রমযানে তার যাকাত আদায় হয়ে থাকে। হুযুরের কাছে জানতে চাচ্ছি, এবার সে কি শুধু অলংকারের যাকাত দেবে না, মীরাস বাবদ যে টাকা পেয়েছে সেগুলোরও যাকাত দেবে? জানিয়ে বাধিত করবেন।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার স্ত্রীকে বিশ ভরি স্বর্ণের সাথে মীরাস হিসেবে পাওয়া দশ লক্ষ টাকারও যাকাত আদায় করতে হবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • কিতাবুল আছল, খন্ড: , পৃষ্ঠা: ৮৯
  • মুখতারাতুন নাওয়াযিল, খন্ড: , পৃষ্ঠা: ৪২৭
  • বাদায়েউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ৯৬
  • ফাতাওয়া সিরাজিয়া, পৃষ্ঠা: ২৪
  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ১৭৫

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৯ ফেব, ২১