মীরাস বন্টন না হওয়া অবস্থায় কুরবানী পদ্ধতি

ইসলামী জিন্দেগীহেবা-ফারায়েজ২৩ ফেব, ২১

প্রশ্ন

পিতা মারা যাওয়ার পর সাহেবে নেসাব (অর্থাৎ যাকাতের নেসাব পরিমাণ সম্পদের মালিক) কয়েকজন ভাই একত্রে বাস করে। তারা তাদের মীরাস এখনোও বন্টন করেনি। এখন প্রশ্ন হল- তাদের সকলের পক্ষ থেকে একটি কুরবানী দিলেই চলবে কিনা? জানতে ইচ্ছুক।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

বর্ণনা অনুযায়ী তাদের প্রত্যেকের পক্ষ থেকে পৃথক কুরবানী অর্থাৎ একটি করে বকরী বা গরু, উটের সাত ভাগের এক ভাগ কুরবানী দেওয়া ওয়াজিব। সুতরাং একটি বকরী বা সাত ভাগের এক ভাগের মধ্যে সকলে শরীক হয়ে কুরবানী দিলে তাদের জন্য সহীহ হবে না

উল্লেখ্য, মীরাস বন্টন দেরী করা অন্যায়। ইন্তিকালের দিনই বা ‍দু’এক দিনের মধ্যেই মীরাস বন্টন করে নেয়া জরুরী। তারপর তারা একত্রেও থাকতে পারে বা পৃথক-পৃথকও থাকতে পারে। তবে পর্দা রক্ষার জন্য পৃথক হয়ে বসবাস করা উত্তম। আমাদের দেশে সকলে মিলে একত্রে থাকাকে ভাল মনে করা হয়, এটা মূলত উত্তম নয়।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আহসানুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ৪৮৬
  • আদ্দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ৩১৬

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৩ ফেব, ২১