মিম্বরের উপর সিজদা করা

ইসলামী জিন্দেগীনামায২৩ ফেব, ২১

প্রশ্ন

আমরা বহুদিন যাবৎ গ্রামের জামে মসজিদে জুমু‘আর নামায পড়ে আসছি। মসজিদের পাকা মিম্বরে খুৎবা পড়া হয়। ততপর ফরয নামায পড়ার সময় একজন মুসল্লীর সিজদাহ মিম্বরের উপরে দিতে হয়। জনৈক আলেম মন্তব্য করেন যে, এতে নাকি ঐ ব্যক্তির নামায মাকরূহ হয়। এ ব্যাপারে বিস্তারিত বিধান কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

উক্ত আলেম সাহেব ঠিক বলেন নি। কেননা সিজদার স্থান আধা হাত উঁচু হলেও নামাযের কোন ক্ষতি হয় না। আর প্রয়োজনের সময় এর চেয়ে বেশী উঁচু জায়গায়ও সিজদাহ্ করা যায়।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আদদুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ৫০৩
  • ফাতাওয়া দারুল উলূম, খন্ড: , পৃষ্ঠা: ৩৪৪

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৩ ফেব, ২১