মসজিদের মিম্বারে বসা

ইসলামী জিন্দেগীমসজিদ-মাদ্রাসার বিধান২৪ ফেব, ২১

প্রশ্ন

সাধারণতঃ একটি মিম্বারের তিনটি সিঁড়ি থাকে। অনেক আলেম বলে থাকেন যে , রাসূল c উপরের সিঁড়িতে বসে ওয়ায করতেন এবং দাঁড়িয়ে খুৎবা পাঠ করতেন। তাই উপরের সিঁড়িতে বসে ওয়ায বা খুৎবা পাঠ করা আমাদের কোন ক্রমেই উচিত নয়। আবার অনেককে দেখতে পাই, প্রথম সিঁড়ির উপর বসে ওয়ায-নসীহত করতে। কিন্তু খুৎবা পাঠ করেন না। প্রথম সিঁড়ির উপর বসা নিয়ে মাঝে মধ্যে দলীলও দিয়ে থাকেন। সবাই এটা মেনে নিতে পারে না। তাই উপরোক্ত সমস্যার সমাধান দিয়ে আমাদের দ্বিধা সংকোচকে দূর করার জন্য অনুরোধ করছি।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

মসজিদে নববীতে হুজুর c -এর জন্য সর্বপ্রথম কাঠের যে মিম্বর নির্মাণ করা হয়েছিল। তার তিনটি তাক বা স্তর ছিল। এ কারনে মিম্বারে তিনটি তাক হওয়া সুন্নাত। হুজুর c উপরে দাঁড়িয়ে খুৎবা প্রদান করতেন। এরপর হযরত আবু বকর e স্বীয় খেলাফত কালে হুজুর c -এর সম্মানার্থে উপরের তাকে দাঁড়িয়ে খুৎবাহ না দিয়ে মাঝের তাকে দাঁড়িয়ে খুৎবাহ দিতেন। এরপর হযরত উমর e স্বীয় খেলাফতের যমানায় হুজুর c ও হযরত আবু বকরের e প্রতি সম্মান প্রদর্শন করে উপরে এবং মাঝের তাকে না দাঁড়িয়ে নীচের তাকে দাঁড়িয়ে খুৎবাহ দিতেন। এখন ইমামের জন্য যেকোন তাকে দাঁড়িয়ে খুৎবাহ দেওয়ার অনুমতি আছে। কেননা- তিনটি পদ্ধতিই নবী কারীম c এবং সাহাবায়ে কেরামদের থেকে প্রমাণিত আছে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • শামী, খন্ড: , পৃষ্ঠা: ১৬১
  • ইমদাদুল মুফতীন, পৃষ্ঠা: ৩৭৪
  • আহসানুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ১২০

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৪ ফেব, ২১