আমার এক আত্মীয় অনেক দিন যাবৎ মিথ্যা মামলার শিকার হয়ে জেলখানায় আটক ছিলেন। তখন তিনি মান্নত করেন যে, যদি আল্লাহ তাকে জেলখানা থেকে মুক্তি দান করেন তাহলে তিনি হজ্ব করবেন। আল্লাহর মেহেরবানীতে কিছুদিন আগে তিনি মুক্তি পেয়েছেন এবং মান্নত পূর্ণ করার জন্য আগামী বছর হজ্ব করার ইচ্ছা করেছেন। এর আগে কখনো তিনি হজ্ব করেননি। কিন্তু আগে থেকেই তার উপর হজ্ব ফরয ছিল। জানার বিষয় হল, এই হজ্বের মাধ্যমে কি তার ফরয হজ্ব আদায় হবে, নাকি ফরয হজ্ব আদায়ের জন্য পৃথকভাবে আরেকটি হজ্ব করতে হবে?
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার আত্মীয় হজ্ব করলে ফরয হজ্ব এবং তার মান্নতের হজ্ব উভয়টিই আদায় হয়ে যাবে। কেননা এভাবে মান্নত করার দ্বারা মানুষের সাধারণত ফরয হজ্ব আদায় করাই উদ্দেশ্য হয়ে থাকে। এতদসত্ত্বেও তার জন্য হজ্ব করার সময় ফরয হজ্ব এবং মান্নতের হজ্ব উভয়টি আদায়ের নিয়ত করা ভালো হবে।
- والله اعلم باالصواب -