ফরজ হজ্বের এর সাথে মান্নত হজ্বের নিয়ত করা

মাসিক আল কাউসারহজ্জ২৪ ফেব, ২১

প্রশ্ন

আমি একবার খুব জটিল রোগে আক্রান্ত হলাম। তো অসুস্থ অবস্থায় মান্নত করলাম, আল্লাহ তাআলা যদি আমাকে সুস্থতা দান করেন তাহলে আমি হজ্ব করব। তখন আমার আর্থিক অবস্থায় এমন ছিল যে, আমার  উপর হজ্ব ফরয। প্রশ্ন হল, আমার উপর আগে থেকেই হজ্ব ফরয হয়ে আছে। এখন যদি আমি হজ্ব করি তাহলে কোনটি হবে? আমার ফরয হজ্ব এবং মান্নতের হজ্ব উভয়টিই কি আদায় হবে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

আপনি যদি নিজের ফরয হজ্ব ও মান্নতের হজ্ব উভয়টির নিয়তে হজ্ব আদায় করেন তাহলে এক হজ্ব দ্বারাই দুটিই আদায় হয়ে যাবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • মানাসিকে মুল্লা আলী, পৃষ্ঠা: ৪৬৭
  • গুনয়াতুন নাসিক, পৃষ্ঠা: ৩৪৮
  • খুলাসাতুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ২৭৭
  • বাদায়েউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ৮৭২

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৪ ফেব, ২১