আমাদের এলাকায় মসজিদে জুমার দিন বয়ানের পর দ্বিতীয় আযানের পূর্বমুহূর্তে মসজিদের মিম্বার থেকে মসজিদের দানকৃত পণ্যসমূহের নিলাম বিক্রি করা হয়। এভাবে মসজিদের ভেতর ক্রয়-বিক্রয় করা বৈধ কি না? জানালে কৃতজ্ঞ থাকব।
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
মসজিদ আল্লাহ তাআলার ঘর। এটি ইবাদত-বন্দেগী, নামায, ইতিকাফ, কুরআন তিলাওয়াত ও যিকির-আযকারের স্থান; ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্যের স্থান নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়সাল্লাম মসজিদে ক্রয়-বিক্রয় করতে নিষেধ করেছেন এবং মসজিদের ভেতর ক্রয়-বিক্রয়কারীর জন্য বদদুআ করেছেন। এছাড়া জুমার আযানের পর ক্রয়-বিক্রয় স¤পর্কে পৃথকভাবে নিষেধাজ্ঞা এসেছে। অনেক ফকীহের মতে এ নিষেধাজ্ঞা প্রথম আযানের পর থেকেই শুরু হয়ে যায়। তাই মসজিদের ভেতর এমন নিলাম করা থেকে বিরত থাকা আবশ্যক।
মসজিদের জন্য নিলামের প্রয়োজন হলে তা নামাযের পর মসজিদের বাইরে গিয়ে করা যেতে পারে। প্রয়োজনে এ নিলামের ঘোষণা নামাযের পর মসজিদেও দেয়া যাবে।
- والله اعلم باالصواب -