যদি কোন ব্যক্তি জুম‘আর নামায ব্যতীত অন্য কোন নামায না পড়ে, তাহলে তার জুম‘আর নামায সহীহ হবে কি?
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
হ্যাঁ, এমন ব্যক্তির জুম‘আর নামায আদায় হয়ে যাবে। তবে অন্যান্য ফরয নামাযসমূহ না পড়ায় মারাত্মক গুনাহ হবে।
- والله اعلم باالصواب -