বৃদ্ধ ইমামের ইমামতী

ইসলামী জিন্দেগীনামায২৩ ফেব, ২১

প্রশ্ন

জনৈক ইমাম সাহেব বৃদ্ধ হওয়ায় মুসল্লীরা ইমামের কিরা‘আত ঠিকমত শুনতে পায় না। তাই মুসল্লীদের মধ্যে ‍দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়েছে এবং অনেকে এমনও মন্তব্য করেছে যে, উক্ত ইমামের পিছনে নামায হবে না। কারণ, বৃদ্ধ হওয়ার কারণে তার সূরা কিরা‘আত সহীহ্ হয় না এবং শুনা যায় না। এ ব্যাপারে শরয়ী সিদ্ধান্ত কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

উক্ত ইমাম সাহেব যদি বিশুদ্ধ ভাবে কিরা‘আত পড়তে পারেন এবং নিকট থেকে শ্রবণকারীরা কিরা‘আত সহীহ্ শুদ্ধ শুনতে পান, তবে উক্ত ইমাম সাহেব-ই ইমামতীর জন্য বেশী হকদার। তাকে বহাল রাখা উচিত।

হ্যাঁ, কিরা‘আত শুনতে না পাওয়ার কারণে বা স্পষ্ট বুঝতে না পারার কারণে কর্তৃপক্ষ যদি তাকে অব্যহতি দিতে চান তাহলে দিতে পারেন। তবে বৃদ্ধ ইমামের ও তার পরিবারের ভরণপোষণের জন্য পেনশন ভাতা বা এ জাতীয় সম্ভাব্য কিছু করা মুসল্লীদের যিম্মাদারী।

- والله اعلم باالصواب -

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৩ ফেব, ২১