বিনা উযরে মসজিদে না গিয়ে ঘরে নামায পড়া

ইসলামী জিন্দেগীনামায২৩ ফেব, ২১

প্রশ্ন

যদি কোন ব্যক্তি বিনা উযরে মসজিদের জামা‘আতে শরীক না হয় এবং একাকীই নিজ বাড়ীতে নামায পড়ে, তাহলে তার নামায হবে কি-না এবং তাকে ফাসিক বলা যাবে কি-না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

হানাফী মাযহাবে জামা‘আতের সাথে নামায পড়া ওয়াজিব। সুতরাং বিনা উযরে জামা‘আতে শরীক না হওয়া গুণাহ্। আর জামা‘আত ছাড়াকে অভ্যাসে পরিণত করা ফাসেকী। সুতরাং যে বিনা উযরে জামা‘আত ছেড়ে দেয়াকে অভ্যাসে পরিণত করেছে তাকে শরী‘আতের দৃষ্টিতে ফাসিক বলা যাবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • হিদায়া, খন্ড: , পৃষ্ঠা: ১২১
  • আলমগীরী, খন্ড: , পৃষ্ঠা: ৮২
  • ইমদাদুল আহকাম, খন্ড: , পৃষ্ঠা: ৪৩২

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৩ ফেব, ২১