বদলী হজ্জের জন্য উপযুক্ত ব্যক্তি

ইসলামী জিন্দেগীহজ্জ১৯ ফেব, ২১

প্রশ্ন

যদি কেউ দুরারোগ্য ব্যধির কারণে তার ফরয় হজ্জ আদায় করতে সক্ষম না হয়, তাহলে সে কোন্ ধরনের লোককে দিয়ে তার বদলী হজ্জ করাবে? বিস্তারিত জানাবেন?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

ফরয় হজ্জের বদলী এমন ব্যক্তির দিয়ে করানো উত্তম, যিনি পূর্বে নিজে ফরয হজ্জ আদায় করে নিয়েছেন। আর যদি এমন ব্যক্তি দিয়ে করানো হয়, যিনি পূর্বে নিজে ফরয হজ্জ করেনি, তবে তার মাসাইল সম্পর্কে ভাল জ্ঞান আছে, তাহলেও যে পাঠাবে তার বদলী হজ্জ আদায় হবে। তবে যিনি পূর্বে হজ্জ করেছেন তাকে দিয়েই করানোই উত্তম। অবশ্য নফল হজ্জের বদলী যে কোন ব্যক্তিকে দিয়েই করানো যায়। যদি সে সজ্ঞান, সাবালক মুসলমান হয় এবং হজ্জের মাসায়িল সর্ম্পকে ওয়াকিফহাল হয়, তবে এমন ব্যক্তির জন্য বদলী হজ্জে যাওয়া জায়িয নয় যার উপর হজ্জ ফরয এবং সে ব্যক্তি এখনো সেই ফরয হজ্জ আদায় করেননি। কেননা যার উপর হজ্জ ফরয হয়েছে। তবুও সে তা আদায় করলো না। বরং সে তার ফরয হজ্জ আদায়ে অবহেলা করলো। এমন ব্যক্তির দ্বারা অন্যের বদলী হজ্জের হক কতটুকুই বা পালন হতে পারে?

উল্লেখ্য যে, যিনি বদলী ফরয হজ্জ আদায় করবেন, তার হজ্জে ইফরাদের নিয়্যত করা উত্তম। তবে হজ্জে ক্বিরানের অনুমতি পাওয়া গেলে তাও করতে পারেন। তবে কুরবানী নিজের পক্ষ থেকে করতে হবে। প্রেরণকারীর দেওয়া জরুরী নয়। কিন্তু কোন ক্রমেই হজ্জে‍‍‍ ‘তামাত্তু’-এর নিয়্যত করবেন না। আর যেহেতু হিসাব রেখে অবশিষ্ট টাকা ফেরত দেয়ার অনেক ঝামেলা হয়, এ জন্য প্রেরণকারীর নিকট থেকে প্রদত্ত টাকা খরচের সাধারণ অনুমতি নেয়া উত্তম।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আলমগীরী, খন্ড: , পৃষ্ঠা: ২৫৭

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৯ ফেব, ২১