কারো জন্য বদলি হজ্জ করার পর নিজের উপর হজ্জ ফরজ হলে

মাসিক আল কাউসারহজ্জ১৪ মার্চ, ২১

প্রশ্ন

এক ব্যক্তি দু’বছর পূর্বে তার এক আত্মীয়ের বদলী হজ্ব করেছে। তখন তার উপর হজ্ব ফরয ছিল না। এখন তার কাছে হজ্ব করার মতো টাকা-পয়সা আছে। হজ্ব করার সামর্থ্য আছে। জানার বিষয় এই যে, এখন কি তাকে হজ্ব করতে হবে, না পূর্বে যে বদলী হজ্ব করেছিল তাই তার জন্য যথেষ্ট হবে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

তাকে এখন নিজের ফরয হজ্ব আদায় করতে হবে। অন্যের বদলী হজ্ব করার দ্বারা নিজের ফরয হজ্ব আদায় হয় না।

- والله اعلم باالصواب -

সূত্র

  • সহীহ বুখারী, খন্ড: , পৃষ্ঠা: ২০৫
  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ২৫৭
  • মাবসূত সারাখসী, খন্ড: , পৃষ্ঠা: ১৪৭
  • খুলাসাতুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ২৭৮
  • আলমুহীতুল বুরহানী, খন্ড: , পৃষ্ঠা: ৪৭৩
  • হেদায়া, খন্ড: , পৃষ্ঠা: ২৯৭
  • ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৫৪৪
  • বাদায়েউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ৪৫৫
  • ফাতহুল কাদীর, খন্ড: , পৃষ্ঠা: ৬৮
  • আদ্দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ৬০২

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৪ মার্চ, ২১