ফজরের নামাযের সুন্নাত যদি ফজরের পূর্বে পড়ার সময় না পাওয়া যায়, তাহলে সূর্য উদিত হওয়ার পর উক্ত সুন্নাত আদায় করা, না করা সম্পর্কে শরী‘আতের বিধান কি?
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
সূর্য উদিত হওয়ার পর হতে আরম্ভ করে সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়ার পূর্ব পর্যন্ত সময়ের মাঝে তা আদায় করা যাবে। তবে এ নামায নফল হিসেবে গণ্য হবে।
- والله اعلم باالصواب -