ফজরের জামা‘আত শুরূ হয়ে গেলে সুন্নাত পড়ার নিয়ম কি? এবং যদি সুন্নাত ফজরের নামাযের পূর্বে পড়তে না পারে, তবে কখন পড়বে?
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
ফজরের জামা‘আত শুরূ হয়ে গেলে, সুন্নাত পড়ার নিয়ম হল ইমামের সাথে যদি দ্বিতীয় রাকা‘আতের রুকূ পাওয়ার প্রবল ধারণা হয়, তাহলেও ফজরের সুন্নাত আগে পড়ে নিবে। তারপরে জামা‘আতে শরীক হবে। যতদূর সম্ভব সুন্নাত কাতার থেকে দূরে আলাদা জায়গায় গিয়ে পড়বে। জামা‘আতের কাতারের মধ্যে কোন অন্তরাল ব্যতীত সুন্নাত পড়া মাকরূহে তাহরীমী। আর যদি দ্বিতীয় রাকা‘আতের রূকূ পাওয়ার সম্ভাবনা না থাকে, তাহলে সুন্নাত না পড়েই জামা‘আতে শরীক হয়ে যাবে। সেক্ষেত্রে ফজরের সুন্নাত-এর কাযা করা জরুরী নয়। তবে কেউ পড়তে চাইলে সূর্য উদয়ের পরে পড়ে নিতে পারে। সূর্য উদয়ের আগে না পড়া উচিত। তবে অসুবিধার কারণে কেউ পড়লে বাধা দেয়ার দরকার নেই।
- والله اعلم باالصواب -