পর্দা অমান্যকারী ইমাম

ইসলামী জিন্দেগীনামায২৪ ফেব, ২১

প্রশ্ন

জনৈক ইমাম সাহেব অনেক মহিলার সাথে কথাবার্তা বলেন। মক্তবে বয়স্কা ছাত্রীদেরকে কুরআন শিক্ষা দেন। তিনি ঝাড়-ফুকের ব্যবসা করেন। বেপর্দা অনেক যুবতী মেয়েও ইমাম সাহেবের সাথে বেপর্দা খোলা-মেলা সাক্ষাৎ করে ও তদবীর গ্রহণ করে। এমতাবস্থায় তার পিছনে নামায আদায় করা ঠিক হবে কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

শরী‘আতের দৃষ্টিতে পুরুষের জন্য বেগানা মহিলা হতে পর্দা করা ফরয। সুতরাং তাদের সাথে কথাবার্তা বলা ও দেখা সাক্ষাৎ করা হারাম। বর্ণনা মুতাবিক উক্ত ইমাম সাহেব ফাসিক। তার পিছনে নামায পড়া মাকরূহে তাহরীমী এবং তাওবা করে সংশোধন হওয়ার পূর্ব পর্যন্ত তার জন্য ইমামতী করাও মাকরূহে তাহরীমী। তেমনিভাবে মসজিদ কমিটির পক্ষে তাকে ইমাম হিসেবে বহাল রাখাও মাকরূহে তাহরীমী।

- والله اعلم باالصواب -

সূত্র

  • মিশকাত শরীফ, খন্ড: , পৃষ্ঠা: ২০
  • আহসানুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ৩২০
  • কাযীখান, খন্ড: , পৃষ্ঠা: ৯১
  • রদ্দুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ৫৬০
  • মিশকাত, খন্ড: , পৃষ্ঠা: ২৬৯
  • ফাতাওয়ায়ে শামী, খন্ড: , পৃষ্ঠা: ৫৬০
  • সূরা: নূর, আয়াত: ৩০

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৪ ফেব, ২১