নামায রোযা নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা

ইসলামী জিন্দেগীআকীদা২৩ ফেব, ২১

প্রশ্ন

নামায রোযার ব্যাপারে কেউ যদি ঠাট্টা-বিদ্রূপ করে বলে যে, কে যায় উঠক-বৈঠক করতে, যার ঘরে ভাত নেই সে রাখবে রোযা। এরূপ উক্তির দ্বারা কোন্ পর্যাযের গোনাহ হবে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

শরী‘আতের কোন সুস্পষ্ট হুকুমকে অস্বীকার করা যেমন কুফুরী তেমনিভাবে শরী‘আতের কোন অকাট্য ফরয হুকুম সম্পর্কে ঠাট্টা করাও কুফুরী এরূপ করার দ্বারা ঈমান চলে যাবে। তাই তার খালিস অন্তরে তাওবা করা ও বিবাহ দুহরানো জরুরী।

- والله اعلم باالصواب -

সূত্র

  • জাওয়াহিরুল ফিকহ, খন্ড: , পৃষ্ঠা: ২৩

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৩ ফেব, ২১