নামায না পড়ে রোযা রাখার হুকুম

ইসলামী জিন্দেগীরোজা২০ ফেব, ২১

প্রশ্ন

আমাদের মহল্লার এক ব্যক্তি রোযা রাখে, কিন্তু সে নামায পড়ে না। এমতাবস্থায় তার রোযা হবে কি-না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

নামায ও রোযা পৃথক দু’টি ফরয ইবাদত। একটি আরকেটির উপর নির্ভরশীল নয়। সুতরাং নামায না পড়লেও তার রোযা হয়ে যাবে। তবে নামায পরিত্যাগ করার কারণে তার কঠিন গুনাহ হবে। যার পরিণতি হবে খুবই ভয়াবহ এবং উক্ত ব্যক্তি চরম পর্যায়ের ফাসিক হিসেবে বিবেচিত হবে।

সুতরাং এমন ব্যক্তির জন্য খালেসভাবে তাওবাহ করে নিয়মিত নামায পড়া শুরু করে দেয়া এবং অতীতের নামাযগুলো কাযা আরম্ভ করা অপরিহার্য কর্তব্য। কেননা, বেনামাযী ব্যক্তির মাঝে ও কাফিরের মাঝে বিশেষ কোন পার্থক্য থাকে না

- والله اعلم باالصواب -

সূত্র

  • মিশকাত, খন্ড: , পৃষ্ঠা: ৫৮
  • ফাতাওয়া দারুল উলূম, খন্ড: , পৃষ্ঠা: ৪৯৯

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২০ ফেব, ২১